
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ জামাত ইসলাম মোটেই পাকিস্তান প্রেমী নয়। কারণ তাঁদের সংবিধানেই লেখা রয়েছে যাঁদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধে যাঁরা নিজের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বাংলাদেশে জামাতের গঠনতন্ত্র লেখা হয়েছে। সুতরাং আমাদের সঙ্গে পাকিস্তানের কোনও আলাদা সম্পর্ক নেই। এমনটাই বললেন, জামাতের প্রচার সচিব মতিউর রহমান আকন্দ।
তিনি বলেন, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে সম্পর্ক থাকা উচিত সেটুকুই রয়েছে। জামাত মোটেই পাকিস্তানপন্থী নয় বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, জামায়াত চিরকালই হিংসার বিরোধী। সারা দুনিয়ার যেকোনও ধরনের হিংসার তাঁরা বিরোধী। কোনও জঙ্গি দলের সঙ্গেও তাঁদের কোনও সম্পর্ক নেই। আজকালের সঙ্গে আলাপচারিতায় এমনটাই দাবি করেন জামায়াতের প্রচার সচিব। তিনি জানান, জঙ্গিবাদকে তাঁরা কোনও অবস্থাতেই সমর্থন করেন না। তালেবান, আলকায়দা, আইএস বা অন্য কোনও জঙ্গি দলের সঙ্গে জামাতের কোনও সম্পর্ক নেই। জঙ্গি সংযোগের কেউ প্রমাণ দিতে পারবে না বলেও চ্যালেঞ্জ জানান আকন্দ।
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম বিশেষ গুরুত্বপূর্ণ। অভিযোগ, জামাতের ছত্রছায়াতেই মৌলবাদী শক্তি ফের মাথা চাড়া দিয়েছে। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জামাতের প্রচার সচিব। তিনি জানান, জামাত সমস্ত ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। ফ্যাসিবাদী শক্তির পতনের পর তাঁরাই হিন্দুদের রক্ষা করেছেন। ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেছেন, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সেই ন্যায্যতা প্রসঙ্গে তিস্তার জলের ন্যায্য ভাগ, সীমান্তে বিএসএফের হত্যা বন্ধ প্রভৃতির কথা উল্লেখ করে তিনি।
বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থেই রাষ্ট্র সংস্কার জরুরি। ভবিষ্যতে যাতে কোনও ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সেটা নিশ্চিত করতে চান তাঁরা। বিএনপির সঙ্গে তাঁদের কোনও বিরোধ নেই বলে দাবি করে আকন্দ জানান, দুটি রাজনৈতিক দলের মধ্যে স্বাভাবিক নিয়মেই কিছু মতের পার্থক্য থাকতেই পারে। কথা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামি লিগের বিদায়ের পর বাংলাদেশের মানুষ অনেক ভালো আছেন। তাঁরাই চাইছেন সংস্কার। হিন্দুদের ওপর অত্যাচার প্রসঙ্গে ভারতে যা প্রচার হচ্ছে সেটা ডাহা মিথ্যা।
তিনি বলেন, ‘আমাদের ধর্মীয় বিশ্বাসের বাইরে যতো ধর্মীবলম্বী মানুষ রয়েছেন কারও বিরুদ্ধে কোনও হামলা জামায়াত কখনও করেনি। শুধুমাত্র ধর্মীয় কারণে কেউ আক্রান্ত হননি। জামায়াতের কর্মীরা কারও মন্দির বা জমি দখল করিনি। বরং সম্প্রীতির পক্ষে কাজ করছি। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত আমরাই পাহাড়া দিয়েছি। এখনও চলছে আমাদের নজরদারি’। তিনি জানান, আন্দোলনে হাজার তিনেক মানুষ মারা গিয়েছেন। তারমধ্যে হিন্দুও রয়েছেন। এমনকী, অনেক হিন্দু এখন প্রকাশ্যেই জামাতের কর্মসূচিকে সমর্থন করছেন বলেও তিনি জানান।
চেয়েছিলেন পুত্রসন্তান, কিন্তু গর্ভস্থ সন্তান কন্যা জানতে পেরেই স্ত্রীকে খুন করলেন যুবক! আমেরিকাতেও মধ্যযুগীয় বর্বরতা
শিশুর আঙুল চোষা ঠেকাতে কী ব্যবস্থা নেবেন, রইল কয়েকটি দরকারি টিপস
পৃথিবীর শেষদিন আসন্ন! বিরাট সতর্কবার্তা দিল নাসা
শিম্পাঞ্জিরাও কথা বলে মানুষের ভাষায়? তাদের মৃত্যু কিসের ইঙ্গিতবাহী? প্রকৃতির মধ্যেই লুকিয়ে রহস্য
এক রাতে সাত হাজার নিরীহ মানুষ নিধন! পাক সেনাপ্রধান টিক্কা খানকে ডাকা হত বাংলাদেশের কসাই নামে
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২৫ জয় করল বাংলা ভাষায় অনূদিত প্রথম কন্নড় গ্রন্থ ‘হার্ট ল্যাম্প’
চ্যাটবটের 'জেলব্রেক' আতঙ্ক: মোবাইলেই বাসা বাঁধছে বিপজ্জনক জ্ঞান, এখনই সাবধান হন
শক্তিশালী সৌরঝড়ে নাকাল হবে সিগনালিং ব্যবস্থা! নাসার বিজ্ঞানীদের হুঁশিয়ারি চমকে দেবে
৭৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে আন্তর্জাতিক সংকট ও রাজনৈতিক প্রতিবাদের ছাপ, প্যালেস্তাইন প্রসঙ্গে তীব্র সমালোচনা
বিজ্ঞানীদের বার্তা, আসতে চলেছে মহাপ্রলয়, ‘মেগা সুনামি’ কোথায় আছড়ে পড়বে জানেন?
পাকিস্তানের ক্ষমতা এবার আসিম মুনির হাতে? বেনজির পদোন্নতি পাক সেনাপ্রধানের
সোনার টয়লেট চুরি করেও মুক্তি পেলেন কোটিপতির ছেলে, কীভাবে জানলে অবাক হবেন
১১ সপ্তাহ ধরে ত্রাণে বাঁধা, গাজায় পরবর্তী ৪৮ ঘণ্টায় প্রাণ হারাতে পারে ১৪ হাজার শিশু! হুঁশিয়ারি জাতিসংঘের
বিশ্বের ৭০ টি দেশে নেমে আসছে চরম অন্ধকার, কেন এমন দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা